বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

আম্পায়ারিং বিতর্কে তদন্ত কমিটি করবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ক্রিকেটের সব পর্যায়ে আম্পায়ারিংয়ের বিতর্ক খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা করছে বিসিবির আম্পায়ার্স কমিটি বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। খুব শিগগিরই সিসিডিএম, ক্লাব ও আম্পায়ারদের সঙ্গে আলোচনায়ও বসতে চান তিনি।
এছাড়া, দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নিয়ে আইসিসি'র ৫ দিনের কর্মশালাটি ফলপ্রসূ হবে বলেও মনে করেন তিনি। আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার এক মাসও পেরোয়নি। কিন্তু, এই সময়ের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে একের পর এক আম্পায়ারিং বিতর্কে তটস্থ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। একরাশ হতাশা নিয়ে সে কথাই জানাচ্ছিলেন। যদিও এই হতাশার দায়ভার কিন্তু বিসিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউই এড়িয়ে যেতে পারেন না। চার বলে ৯২ রান থেকে সবশেষ তৃতীয় বিভাগে বৃষ্টি চলাকালীন ম্যাচ পরিচালনা- সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে ‘আম্পায়ার’; শব্দটিই যেন হয়ে উঠছে অবিশ্বাসের। ফলে টনক নড়ছে বিসিবি’র। কিন্তু, কলঙ্কিত জেনেও সবকিছু বোর্ড কেনো খতিয়ে দেখছে না। দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নিয়ে পাঁচদিন ব্যাপী আইসিসি’র কর্মশালা থেকে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে মত দেন বিসিবি আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান শেখ সোহেল। বিভিন্ন সূত্রে জানা গেছে, ক্লাবগুলোর অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত নাকি চার জন আম্পায়ারকে চিহ্নিত করেছে বিসিবি। তদন্ত সাপেক্ষে তালিকা তৈরি করে খুব শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাসও মিলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ