শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

মোগলহাটে নদী ভাঙনরোধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

লালমনিরহাট : নদী ভাঙন রোধে বিজিবি ও এলাকাবাসী একসাথে কাজ করছে

লালমনিরহাট সংবাদদাতা : দীর্ঘদিনের চাওয়া ও পাওয়া ছিল মোগল হাট ইউনিয়নকে থরলা নদীর গ্রাস থেকে মোগলহাট বাসীকে রক্ষা করা। এমন দাবির নিশ্চয়তায় মোগলহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নাছির উদ্দিনের উদ্যোগে এলাকাবাসীর সহায়তায় মোগলহাট এলকা নদী ভাঙন থেকে বাঁচাতে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে পরিত্যাক্ত বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। সরে জমিনে গিয়ে দেখা যায় ১৫ বিজিবি সদস্যরা এলাকাবাসীকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ নির্মাণ করছেন। মোগল হাট এলাকার ৭০০ মিটার পর্যন্ত নদী ভাঙনের ভয়াবহ পরিস্থিতি থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ না  করলে বিশাল এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে মর্মে এলাকাবাসী জানিয়েছে । তবে পানি উন্নয়ন বোর্ডের ৫ কোটি টাকা ব্যয়ে বাধ নির্মাণের কাজ শুরু করলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় নির্মাণ কাজ ধমকে দাড়িয়েছে । পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট এর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লা-আল-মামুন এর সত্যতা নিশ্চিত করেন । এ দিকে এলাকাবাসী নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ