বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বেনাপোল’র বিভিন্ন সীমান্ত থেকে ৪ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

বেনাপোল সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল’র বিভিন্ন সীমান্ত থেকে ৪ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক করেছে। বাংলাদেশে প্রবেশের সময় গত দু মাসে এসব পণ্য আটক করা হয়। ৪৯ বার্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে কর্নেল আরিফুর রহমান জানান, আটক পণ্যের মধ্যে রযেছে, ভারতীয় শাড়ি, থ্রী পিচ, মোটর পার্টস, তৈরী পোষাক, প্রসাধন সামগ্রী রয়েছে। তাছাড়া ২২৩ ভরি সোনার বার, ৬৬৪৯ বোতল ফেনসিডিল, ১১১২ পিচ ইয়াবা, ৪২২ কেজি গাজা ও ১৭৫ বোতল ফেনসিডিল সহ ১০ জনকে আটক করা হয়।  

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১৩৭ জন নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭৫ জন নারী, ২৫ জন শিশু ও ৩৭ জন পুরুষ রযেছে এ সময় ৬ জন পাচারকারী সহ ২৫ টি মামলা দায়ের করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ