শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দেশে আরো ৫৬০টি আধুনিকমানের মসজিদ কমপ্লেক্স নির্মিত হবে

চকরিয়া সংবাদদাতা : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া নবনির্মিত জামে মসজিদ উদ্ধোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ আ.জ.ম নাছির উদ্দিন। তিনি ফলক উম্মোচনের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। 

উদ্বোধন শেষে স্থানীয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কক্সবাজার জেলায় চোখে পড়ার মতো উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। ইতোমধ্যে মহেশখালী দ্বীপকে ডিজিটাল আইল্যান্ড দ্বীপ হিসেবে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধারাবাহিকতায় দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন, মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার মেডিকেল কলেজ, মেরিন ড্রাইভ সড়ক, এলএনএমজি টার্মিনাল নির্মাণ ও সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপনসহ অসংখ্য উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছে। 

তিনি বলেন, সরকার উন্নয়ন কাজের পাশাপাশি ইতোমধ্যে সারাদেশে ৫৬০টি নতুন ও আধুনিকমানের মসজিদ কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এসব উন্নয়ন কর্মকান্ডগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বার্তা বাহকের ভূমিকা পালন করতে হবে নেতাকর্মীদের। 

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুলের সভাপতিত্বে মসজিদ চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, এডভোকেট আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম রব্বান, এডভোকেট ফরিদুল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ