শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বগুড়ার শেরপুরে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ

শেরপুর (বগুড়া) সংবাদদাতা: শেরপুর শহর সংলগ্ন শেরুয়া বনবিভাগের সংরক্ষিত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। অতিষ্ঠ এলাকাবাসীর উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭টায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশের আয়োজন করেন। প্রবীণ সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম তোতা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য  রাখেন, শেরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ দবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু,  শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারেক, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিল চৌধুরী। মাহফুজুর রহমানের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক আব্দুল কুদ্দুস তালুকদার, শাহজাহান আলী সাজু, মাওলানা আব্দুস সামাদ, শেরপুর থানা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, শাহবন্দেগীর ইউপি সচিব আব্দুস সালাম, সমাজ সেবক শাহ আলম বাবু, এসএম হাফিজুর রহমান, শেরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক যুবনেতা আরিফ মোল্লা, শেরপুর শহর  যুবলীগের প্রচার সম্পাদক মোঃ শাহিন আলম, আশিকুর রহমান, ইব্রাহীম খলিল, জাহাঙ্গীর আলম, দুলাল, প্রমুখ। সভায় বক্তারা জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ