শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট আজ শুরু

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের দুই তারকা খেলোয়াড় মিসবাহ-উল-হক ও ইউনিস খানের বিদায় টেস্ট ম্যাচ আজ শুরু । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়েই বড় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস। তাই জয় দিয়ে মিসবাহ-ইউনিসের বিদায় বেলা রঙ্গিন করতে চায় পাকিস্তান। পক্ষান্তরে মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্টে জয় চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও। সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরর আগেই ক্যারিয়ারের ইতি টানার সিদ্বান্ত নেন মিসবাহ-ইউনিস। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মিসবাহ-ইউনিস। দলের সেরা দুই তারকার বিদায়ী ম্যাচটি সুমধুর করতেই মাঠে নামবেন দলের  খেলোয়াড়রা। তেমনই আভাস দিলেন পাকিস্তানের ওপেনার আজহার আলী। তাই জয় উপহার দিয়ে তাদের বিদায় দিতে চাই আমরা।’বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ বলেন, ‘সকলেই চায় ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে। আমাদের উচিত হবে সেরা পারফরমেন্স প্রদর্শন করে ম্যাচ জয় দিয়ে তাদের বিদায় দেয়া। সাবেক খেলোয়াড়রাও চাইছেন মিসবাহ-ইউনিসের জন্য সিরিজের শেষ ম্যাচ পাকিস্তানের জয় । সাবেক নির্বাচক ও স্পিন বোলার ইকবাল কাশিম বলেন, ‘এ টেস্টটি মিসবাহ-ইউনিসের। যারা বছরের পর বছর দেশকে এতকিছু দিয়েছে, তাদের বিদায়ী ম্যাচে জয় পাওয়া উচিত পাকিস্তানের। আমি মনে করি, শেষ টেস্ট জয়ের সামর্থ্য আছে পাকিস্তানের। সিরিজের শেষ ম্যাচটি দলের জন্য হলেও জিততে চাইছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ, ‘এ ম্যাচটি অন্যান্য সকল টেস্টের মতই। হ্যাঁ, কিছুটা আবেগ তো অনুভব করছি। তবে অন্যান্য ম্যাচের মত, এটিতেও জয় চাই আমরা। এই ম্যাচটি জিততে পারলে, সিরিজও নিজেদের করতে পারবো। তাই সবকিছুর উর্ধ্বে দেশের কথা চিন্তা করেই খেলতে নামবো আমরা।’সিরিজের শেষ টেস্ট জিততে চাইছে ওয়েস্ট ইন্ডিজও।

অনলাইন আপডেট

আর্কাইভ