শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফিলিস্তিনী তরুণীকে গুলী করে হত্যা

৮ মে, পার্সটুডে : ইহুদিবাদী ইসরাইলী সেনারা পূর্ব জেরুজালেম আল-কুদসে একজন ফিলিস্তিনী তরুণীকে গুলী করে হত্যা করেছে। ওই তরুণী ইসরাইলী পুলিশের ওপর ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তুলে তাকে হত্যা করা হয়। ইসরাইলী পুলিশের একজন মুখপাত্র দাবি করেছেন, ওই ফিলিস্তিনী তরুণী দামেস্ক গেট-এর প্রবেশমুখে চাকু হাতে ইসরাইলী পুলিশ কর্মকর্তাদের নিকটবর্তী হতে চাইলে তাকে হত্যা করা হয়। কথিত ওই হামলা প্রচেষ্টায় কোনো ইসরাইলী পুলিশ আহত হননি বলেও তিনি জানান। ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ বছর বয়সি ওই কিশোরীর পরিচয় প্রকাশ করেছে। এটি বলেছে, ফাতিমা আফিফ আব্দুর রহমান হিজেজি ছিলেন রামাল্লাহর নিকটবর্তী কুয়ারাত বানি জেইদ গ্রামের অধিবাসী। এর আগে গত মাসের শেষ দিকে পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহর থেকে ইহুদিবাদী সেনারা ২৩ বছর বয়সি এক ফিলিস্তিনী নারীকে আটক করে। ইসরাইলী সেনারা দাবি করে ওই নারী তাদের ওপর হামলা চালাতে গিয়েছিলেন। ওই ঘটনায়ও কোনো ইসরাইলী সেনা আহত হয়নি। সংবাদদাদাতরা বলছেন, নিরীহ ফিলিস্তিনী নাগরিকদের নির্বিচারে হত্যা করার অজুহাত হিসেবে ছুরিকাঘাতের প্রচেষ্টার অভিযোগ আনছে দখলদার ইসরাইলী সেনারা।

অনলাইন আপডেট

আর্কাইভ