বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

স্বাধীনতা দিবস টেনিস সোমবার শুরু

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনা  জাতীয় টেনিস কমপ্লেক্সে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা সোমবার শুরু হচ্ছে। ৬ দিনব্যাপী এ টুর্নামেন্টে ১৯ দলের দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে।অংশ নেয়া ক্লাবগুলো হলো- বিকেএসপি, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, ঢাকা অফিসার্স ক্লাব, গুশলান ইয়ুথ ক্লাব, বৃটিশ হাই কমিশন ক্লাব, নেভী ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, আনসার ও ভিডিপি টেনিস ক্লাব, নরডিক ক্লাব এবং ইন্টারন্যাশনাল ক্লাব। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- পুরুষ একক ও  দ্বৈত, মহিলা একক, বালক ও বালিকা একক অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৮ বছর এবং মিনি টেনিস (অনুর্ধ ১০ বছর, অনুর্ধ ৮ ও অনুর্ধ ৬ বছর বালক ও বালিকা)। পুরুষ একক ও দ্বৈত এবং মহিলা এককে প্রায় ৯৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। গতকাল শনিবার রমনাস্থ টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সহ-সভাপতি এএসএম হায়দার। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার এএফএম জহিরুল ইসলাম। বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। টুর্নামেন্টের শীর্ষ বাছাই পুরুষ খেলোয়াড় আলমগীর হোসেন এবং মহিলা আফরানা ইসলাম প্রীতি।

অনলাইন আপডেট

আর্কাইভ