শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ডাকাত আতঙ্ক

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা: ইন্দুরকানীতে ডাকাত আতঙ্কে উপজেলাবাসীর নির্ঘুম রাত কাটিয়েছে। পুলিশ-জনতা রাত জেগে পাহাড়া। 
সোমবার গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা বিভিন্ন স্থানে গণডাকাতির খবরে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে মাইকিং করে এলাকাবাসীকে শতর্ক থাকারসহ পাহারায় থাকার অনুরোধ করেন। এ খবর শোনা মাত্রই উপজেলার পাড়েরহাট বন্দর, পত্তাশী, খেজুরতলা, বালিপাড়া, চন্ডিপুর, সাঈদখালী, কলারণ, বলেশ্বর বাজার, কালাইয়া, দক্ষিণ ইন্দুরকানী, ইন্দুরকানী বাজার, সেউতিবাড়ীয়া, লাহুর বাজার সহ উপজেলাব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সহ ইন্দুরকানী থানা পুলিশ পাড়েরহাট ফাঁড়ি, বৌডুবি অস্থায়ী পুলিশ ক্যাম্প  ও চন্ডিপুর পুলিশ ক্যাম্প পৃথক ভাবে এলাকা ভাগ করে পাহাড়া দেয়।
পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনর নেতৃত্বে সকল ইউপি সদস্য, চৌকিদার-দফাদার বিভিন্ন এলাকায় মহড়া দেয়।
এভাবে উপজেলাবাসী নির্ঘুম রাত কাটে। তবে কোন ডাকাতের প্রবেশ ঘটেনি।
এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দাদের দেয়া তথ্যানুযায়ী সোমবার রাতে এ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ডাকাতির খবর পেয়ে স্থানীয় জনতা ও জনপ্রতিনিধিদের নিয়ে মাইকিং করে এলাকাবাসীকে শতর্ক করি এবং পুলিশ পাহাড়ার ব্যবস্থা করি।

অনলাইন আপডেট

আর্কাইভ