শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অবৈধভাবে অনুপ্রবেশকারী ৬ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জুবলি রোডস্থ ইউনাইটেড আবাসিক হোটেল থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের ৬ জন নাগরিককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামী (বিদেশী নাগরিক) ১। মোঃ আজিজ (২২), পিতা-মৃত ইউনুছ, মাতা- খতিজা বেগম, সাং-ফয়েজী পাড়া, থানা-মংডু, জেলা- আকিয়াব, দেশ-মায়ানমার, ২। নুর মোস্তাফা (২০), পিতা-নুর আহম্মদ, মাতা-শ্রীরুপ, সাং-নাসাপ্রু, থানা-মংডু, জেলা- আকিয়াব, দেশ-মায়ানমার, ৩। মোঃ ফারুক (১৯), পিতা-মোঃ ইদ্রিস, মাতা-মৃত ইয়াছমিন ফাতেমা, সাং-গজিবিল, থানা-মংডু, জেলা-আকিয়াব, দেশ-মায়ানমার, ৪। মোঃ ইদ্রিস (২৫), পিতা-মৃত সুলতান, মাতা-মৃত শাবা খতুন, গ্রাম-নন্দাখালি, থানা-মংডু, জেলা- আকিয়াব, দেশ-মায়ানমার, ৫। মোঃ আলম(২৪), পিতা-মৃত নাজির হোসেন, মাতা-ফেরদৌস বেগম, গ্রাম+থানা+জেলা-অজ্ঞাত দেশ- মায়ানমার, বর্তমানে-পূর্ব নোয়াপাড়া, খুটাখালী (হাজীপাড়া), থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৬। মোঃ ফয়সাল (২৪), পিতা-মৃত আব্দুল আমিন, মাতা-মৃত ফিরোজা বেগম, গ্রাম-শাহেদাপাড়া, থানা-মংডু, জেলা- আকিয়াব, দেশ-মায়ানমার। ৩ মে রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন জুবলি রোডস্থ ইউনাইটেড আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা সকলেই মিয়ানমারের নাগরিক এবং তাহারা পাসপোর্ট বিহীন অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রাম এসে অত্র হোটেলে অবস্থান করছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ