বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো উড়ন্ত গাড়ির

অবশেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো উড়ন্ত গাড়ির। গত বৃহস্পতিবার অ্যারো মবিল নামের স্লোভাকিয়ার একটি কোম্পানি রাস্তায় চলাচলের জন্য উড়ন্ত গাড়ি উদ্বোধন করেছে।
উড়ন্ত গাড়ি নিয়ে বহু আলোচনাই হয়েছে এযাবৎ। ২০১৪ সালে ভিয়েনায় উড়ন্ত গাড়ি তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ইতিবাচক ফল পাওয়া যায়নি। ২০১৫ সালের দিকে স্লোভাকিয়ায় পরীক্ষার সময় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। তবে এবার সফলভাবেই উদ্বোধন করা হয়েছে উড়ন্ত গাড়ি। এখন কেনার পর রাস্তায় চালানো যাবে উড়ন্ত গাড়িটি। এদিকে, উড়ন্ত গাড়ি কেনার জন্য ইতোমধ্যেই লম্বা লাইন লেগে গেছে। আগেই এটা কেনার জন্য অনেকেই চাহিদা দিয়ে রেখেছিলেন।
তবে উড়ন্ত গাড়ি নিত্য ব্যবহার সামগ্রীর সাথে যুক্ত করতে বেশ মূল্যই দিতে হবে। স্বাভাবিক ভাবেই চড়া দামে কিনতে হবে এই গাড়ি। তাছাড়া এটি চালানোর জন্য ড্রাইভিংয়ের পাশাপাশি পাইলটের লাইসেন্সও থাকতে হবে। রাস্তায় চলাচলের অবস্থা থেকে গাড়িটিকে প্লেনে রূপান্তরিত করতে প্রায় তিন মিনিট সময় লাগবে। স্বাভাবিকভাবে ১০০ কিলোমিটার (৬২ মাইল) গতিতে চালানো যাবে গাড়িটি। আর সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার (৯৯ মাইল)। -ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ