বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্থাপনের দাবি

রাজশাহী অফিস : উত্তরাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপনের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এছাড়া আব্দুলপুর-রাজশাহী রুটের ৪৬ কিলোমিটার রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, রাজশাহী-মংলা ট্রেন ও রাজশাহী-ঢাকা ননস্টপ ট্রেন সার্ভিসসহ আরও বেশকিছু দাবি জানিয়েছে রাজশাহীর এই সামাজিক সংগঠনটি।
এসব দাবি নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ গতকাল বুধবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে একটি বাস্তবায়িত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষার ওপর মতবিনিময় সভা শেষে তারা এই স্মারকলিপি দেন। সভার প্রধান অতিথি পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) সুবক্তগীনের হাতে এই স্মারকলিপি তুলে দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান। এ সময় সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ‘রাজশাহী-রহনপুর বর্ডার এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনসমূহের পুনর্বাসন’ (প্রথম সংশোধিত) শীর্ষক সমাপ্ত প্রকল্পের ওপর মূল্যায়ন সমীক্ষা বিষয়ে স্থানীয় সুধিসমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন রেলওয়ের কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী ও প্রকল্পের পরিচালক রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-পরিচালক মোশারফ হোসেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আবু জাফর মিঞা, ট্র্যাক সাপ্লাই অফিসার মনিরুজ্জামান ও বিভাগীয় প্রকৌশলী পাকশী-২ আসাদুল হক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কল্পনা রায়, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবদুল মান্নান, সাংবাদিক মামুন-অর-রশিদ, রাজশাহী রোটারি ক্লাবের সভাপতি আহমেদ শফি উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গেই রাজশাহীর রেল যোগাযোগ নেই। উত্তরাঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হলে এই ৮ জেলার পাশাপাশি সারাদেশের সঙ্গেই রাজশাহীর রেল যোগাযোগ স্থাপন করতে হবে। এটি সম্ভব হলে এ অঞ্চল থেকে টাটকা কৃষি পণ্য সহজে ঢাকায় যাবে। এতে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি তুলনামূলক অনেক কম দামে রাজধানীবাসী টাটাকা সবজি কিনতে পাবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ