বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের আরডিএস কেন্দ্রপ্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) কেন্দ্রপ্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি গত রোববার রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মোঃ ফয়জুল কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাণি সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনা উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষক (পশুপালন) মোঃ আবু সায়েম। কেন্দ্রপ্রধানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন  মোছাঃ বিলকিস বাবর, লাইলী বেগম, শাকিলা বেগম, চম্পা রাণী ও শোভা রাণী প্রমুখ। ব্যাংকের নির্বাহীবৃন্দ ও  রাজশাহী জোনের অন্তর্গত ১৯টি শাখার নির্বাচিত ৪ শতাধিক আরডিএস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ