শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

কলেজছাত্রীকে অপহরণের দায়ে ১৪ বছরের জেল

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা: অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সাজার রায় দিয়েছেন ঝালকাঠির একটি আদালত। দন্ডিত মিন্টু সরকার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের ধীরেন সরকারের ছেলে।
ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইফতেখারুল ইসলাম মল্লিক সোমবার এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ এপ্রিল বিকেলে জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচঁরী গ্রামের এক কলেজ ছাত্রীকে মিন্টু অপহরণ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ