শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইনজুরিতে মওসুম শেষ ইব্রার

মওসুমের শুর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আসছেন জালাতন ইব্রাহিমোভিচ। বয়স যেন নেহাৎ একটি সংখ্য ৩৫ বছর বয়সি এ তারকার কাছে। ফর্মে থাকা এ তারকা উয়েফা ইউরোপা লিগের ম্যাচে খেলতে নেমে হাটুতে চোট পান তিনি। গুরতর এ চোটের কারণে মওসুম শেষ হয়ে গেছে বার্সেলোনার প্রাক্তন এ স্ট্রাইকারের। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে গত শনিবার  অ্যান্ডারলেখটের মুখোমুখি হয়েছিল ম্যানইউ। ওই ম্যাচে হাটুতে গুরতর চোট পান ইব্রা। গুরুতর চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরবর্তীতে তার পরিবর্তে মাঠে নামানো হয়েছিল অ্যান্থোনি মার্শালকে। ইব্রার ইনজুরিতে খুবই চিন্তিত ম্যানইউর কোচ হোসে মরিনহো। ইংলিশ লিগে শেষ চারে থেকে মওসুম শেষ করা এখন অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে রেডডেভিলসদের জন্য। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ