মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

মাদারীপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

মাদারীপুর  সংবাদদাতা: সড়ক দুর্ঘটনায় ফাঁসি, যাবজ্জীবন কারাদন্ড, ২০ লাখ টাকা জরিমানার প্রতিবাদ ও মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলার  সকল শ্রমিক অংশ নেন। এ সময় সড়ক দুর্ঘটনায় ফাঁসি, যাবজ্জীবন কারাদন্ড, ২০ লাখ টাকা জরিমানার প্রতিবাদ ও মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে সরকারের সজাগ দৃষ্টির আহবান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় কারাদন্ড ও অর্থদন্ড কমিয়ে আনতে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন। শ্রমিকদের দাবী পূরণ না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলে দুর্ঘটনা বেড়েই চলছে। এই তিন চাকার যান মহাসড়কে বন্ধ করে দুর্ঘটনা কমিয়ে আনতে প্রশাসনকে কার্যকরি ব্যবস্থা নেয়ার আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফায়েজুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নু, সহকারী লাইন সেক্রেটারী রেজাউল শরীফ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ