বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহীতে অস্ত্র মামলায় পলাতক দুই আসামীর সশ্রম কারাদণ্ড

রাজশাহী অফিস : অবৈধ অস্ত্র রাখার অপরাধে পলাতক দুই আসামীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন রাজশাহীর একটি আদালত। গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড় চক দৌলতপুর এলাকার ইসাহাক আলীর ছেলে আসামী রাজু আহমেদ ওরফে রুবেল (২৫) ও মনিরুল ইসলামের ছেলে রাশেদ রানা ওরফে মাসুদ রানা ওরফে রানাউল (২৭)। আদালত রুবেলকে ১৪ বছর ও রানাউলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অস্ত্রসহ এই দুই আসামীকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ওই দিন রাজুর কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলী জব্দ করা হয়েছিল। আর রানাউলের কাছে পাওয়া গিয়েছিল দুই রাউন্ড গুলী ও একটি ম্যাগজিন। এ ঘটনায় ওই দিনই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে তারা পালিয়ে যান। পলাতক অবস্থায় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করলেন আদালত। গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ