বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হরতাল আজ

মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আজ বুধবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি
দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
গতকাল মঙ্গলবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক ইমেল বার্তায় পাবর্ত্য বাঙ্গালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার  আলকাছ আল মামুন ভূঁইয়া এবং পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আবদুল হামিদ রানা এক যৌথ বিবৃতিতে এ হত্যাকা-ের জন্য উপজাতীয় সন্ত্রাসীদের দায়ী করে তাদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে ঘোষিত হরতালের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১০ এপ্রিলে অপহরণের ৩দিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের লাশ রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেয়া অবস্থায় উদ্ধার হয়। প্রেসবিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ