শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় গরু ব্যবসায়ীদের আটকে আবারো ডাকাতি

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কে একদল ডাকাত তাণ্ডব চালিয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সড়কে গাছ ফেলে পশুহাট ফেরত গরু ব্যবসায়ীদের নিকট থেকে নগদ টাকা পয়সা লুটে নেয় ডাকাতদল। এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে একজন গরু ব্যবসায়ী রক্তাক্ত জখম হন। ডাকাতদল পাউয়ারটিলারের গতিরোধ করে গরু ব্যবসায়ীকে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একজন গরু ব্যবসায়ীয়র নিকট থেকেই নগদ ৯৭ হাজার টাকা ডাকাতি হয়েছে। অন্যদের নিকট থেকে কতোটা টাকা ডাকাতি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, গত বৃহ¯পতিবার জীবননগরের শিয়ালমারী পশুহাট থেকে ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের সাহেব আলীর ছেলে গরুব্যবসায়ী কামাল হোসেন, রশিদ, স্বপনসহ ৭ জন গরু ব্যবসায়ী রাত ৮টার দিকে পাউয়ার টিলারযোগে আন্দুলবাড়িয়া সরোজগঞ্জ সড়ক পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলতলা রেলগেটের অদূরে আতাতলায় পৌঁছুলে ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে পাউয়ারটিলারটি গতিরোধ করে। গরুব্যবসায়ীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতদল দেশীয় ধারালে অস্ত্র দিয়ে এক গরু ব্যবসায়ীকে ঘাড়ে কোপ মেরে আতংকিত করে। পেছনে অপর একটি আলমসাধু ডাকাতির ঘটনা বুঝতে পেরে চিৎকার দিলে জনতা প্রতিরোধে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ