শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বাস থামিয়ে ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই করা হয়েছে । গতকাল সোমবার দুপুর ১টার দিকে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, নগরীর বহদ্দারহাটে ব্যাংক এশিয়া থেকে পাঁচ লাখ টাকা তুলে তিনি কাপ্তাই রাস্তার মাথায় যাচ্ছিলেন। সেখানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ছোট ভাইয়ের অ্যাকাউন্টে টাকাগুলো জমা দেয়ার কথা ছিল। কামাল টাকা নিয়ে মেট্রো প্রভাতী বাসে চড়ে যাচ্ছিলেন। বাহির সিগন্যাল এলাকায় বাসটি পৌঁছার পর দুটি মোটরসাইকেলে করে ৬ জন এসে বাসটির গতিরোধ করে। বাস থামিয়ে সেখানে তিনজন উঠে অস্ত্রের মুখে টেনেহিঁচড়ে কামালকে নামিয়ে আনে। এরপর কামালকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কামাল তাৎক্ষণিকভাবে বিষয়টি চান্দগাঁও থানাকে অবহিত করেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ