শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পল্লী বিদ্যুৎ ও সেটেলমেন্টের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন ও বিশ্বব্যাংকের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  সকালে নবাবগঞ্জ উপজেলা হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর ও জনসাধারণ অংশগ্রহণ করে। গণশুনাতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ। 

গণশুনানিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে আসে। অভিযোগকারিরা জানান, নতুন জিএম শ্রী সন্তোষ কুমার সাহা যোগদান করার পর সম্প্রতি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পুনরায় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ঘুষ ছাড়া দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কোন সেবা পাওয়া যায়না। ঘুষ যার সেবা তার এই নীতিতে চলছে পল্লী বিদ্যুৎ সমিতি-২। মোটা টাকার বিনিময়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় অবৈধভাবে শিল্প ও বাণিজ্যিক সংযোগ দিয়ে আবাসিক এলাকার পরিবেশকে করা হচ্ছে দুষিত। দুর্নীতির অভিযোগে ওয়ারিং ইন্সপেক্টর মোঃ আব্দুল বারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সেই সাথে নবাবগঞ্জ উপজেলা সেটেল্টমেন্ট অফিসের ব্যাপক অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সেটেলমেন্ট কর্মকর্তা মো. তরিকুল ইসলামকে ভৎসনা ও সতর্ক করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আবু আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন  দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আঃ আজিজ ভুইয়া, দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আঃ করিম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ. দবিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজুলল হক, সাধারণ সম্পাদক মো. আল আলিমুল রাজি প্রমুখ বক্তব্য রাখেন। শুনানি শেষে উপস্থিত সকলেই হাত তুলে নবাবগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার করে। শুনানির পূর্বে প্রধান অতিথির অংশগ্রহণের দুর্নীতি বিরোধী র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সড়কে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ