বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

চিরিরবন্দরে পহেলা বৈশাখ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদাতাদের পুরস্কার বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : স্বেচ্ছায় রক্তদান” বাঁচবে অনেক প্রাণ,এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়নের বড় হাসিমপুর স্কুল মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও রক্তদাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৈয়দপুর ব্লাড ডোনেট ফান্ডন্ডেশন এর চিরিরবন্দর বড় হাসিমপুর শাখার আয়োজনে গত  ১লা বৈশাখ শুক্রবার সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী বড় হাসিমপুর স্কুল মাঠে প্রায়  শতধিক জনের বেশী ব্লাড গ্রুপিং সহ বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বড় হাসিমপুর ব্লাড ডোনেট ফান্ডন্ডেশন এর সভাপতি মো: সোলায়মান হোসেন এর সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ (লুনার) বিশেষ অতিথি হিসাবে ছিলেন সৈয়দপুর ব্লাড ডোনেট ফান্ডন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ চৌধুরী (সোনা),ইসবপুর ইউপি চেয়াারম্যান আবু হায়দার (লিটন)সহ সৈয়দপুর ব্লাড ডোনেট ফান্ডন্ডেশন ও চিরিরবন্দর বড় হাসিমপুর ফান্ডন্ডেশনের সকল কর্মীবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ