শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সুযোগ পেলে নিজের সেরাটা খেলার চেষ্টা করব -ইমরুল

স্পোর্টস রিপোর্টার : আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগার সেরা একাদশে জায়গা পেলে নিজের সেরা খেলাটিই খেলবেন টপঅর্ডারের ব্যাটসম্যান ইমরুল কায়েস। আর সেই লক্ষ্যেই মিরপুর একাডেমি মঠে চলছে তার অক্লান্ত পরিশ্রম। গতকাল মিরপুর ক্রিকেট একাডেমিতে ইমরুল জানান, ‘যদি একাদশে সুযোগ পাই চেষ্টা করবো নিজের সেরাটা খেলার। সুযোগ না পেলে  তো আর পারফরমেন্স দেখানো যায় না।’ দলের হয়ে ব্যাট হাতে ইমরুল সাধারণত ওপেনিংয়ে ব্যাট করেন। তবে কম্বিনেশনের কারণে কখনও কখনও তাকে নিচে নামিয়ে দেয়া হয়। কিন্তু ইমরুলের সবসময়ের পছন্দের অর্ডার ওপেনিং। জানালেন, এখানেই তিনি সবচেয়ে পছন্দ করেন। ইমরুল জানান, ‘ওপেনিং সবসময়ই কঠিন একটা জায়গা। এখানে সুযোগ পেতে ক্রিকেট খেলুড়ে সবদেশেই প্রতিযোগিতা থাকে। আমি সবসময়ই ওপেনিংয়েই পছন্দ করি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওপেনিংয়ে খেলছি। পরিকল্পনা আছে সামনে যতদিন খেলবো ওপেনিংয়েই খেলে যাব।’ এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুটা ব্যাট হাতে মোটেও প্রত্যাশিত করতে পারেননি এই ওপেনার। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের হয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্যাভিলনে ফিরেছেন মাত্র ৮ রানের ইনিংস খেলে। যদিও তার দল জিতেছে। কিন্তু নিজের পারফরমেন্সে মোটেও তুষ্ট নন তিনি। ব্যাট হাতে এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ হিসেবে ইমরুল জানান, ‘ওটা ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। অনেক সময় উইকেট ও কন্ডিশন বুঝতে সময় লেগে যায়। তাছাড়া আমরা শ্রীলংকাতে সবশেষ টি-টোয়েন্টি ফরমেটে খেলে এসেছি। নিউজিল্যান্ডের পর থেকে আর ওয়ানডে খেলা হয়নি।’ তবে পরের ম্যাচ থেকেই চাইছেন ঘুরে দাঁড়াতে, ‘আশা করি পরের ম্যাচ থেকেই ছন্দে ফিরবো।’

অনলাইন আপডেট

আর্কাইভ