বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চবিতে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার দুই শিক্ষার্থী

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে চবির দুই শিক্ষার্থীকে মারধর করেছে ছত্রলীগ কমীরা। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। পরে ওই দুই শিক্ষার্থী প্রক্টর অফিসে গিয়ে বিষয়টি জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ল্যাপটপ ও ক্যামেরা ফেরত দেয়। 

চবি সূত্র জানায়, ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী জুম্মান ও একই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সামিন ইয়াছারকে প্রথমে মারধর করে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই দুই শিক্ষার্থী প্রক্টর অফিসে গিয়ে বিষয়টি জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ল্যাপটপ ও ক্যামেরা ফেরত দেয়। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করি। পরে তারা প্রক্টর অফিসে গিয়ে বিষয়টি জানায়। এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজী হননি। 

অনলাইন আপডেট

আর্কাইভ