শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

মানারাত ভার্সিটির সঙ্গে মালয়েশিয়ার পাহান ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

মালয়েশিয়ার পাহান ইউনিভার্সিটির সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি (মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্পন্ন হয়। উক্ত চুক্তি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের ক্রেডিট ট্রান্সফার, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ, উচ্চ শিক্ষায় গবেষণা, কোর্স কারিকুলাম উন্নয়ন , উচ্চতর ডিগ্রিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য বিশেষ কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম উমার আলী এবং মালয়েশিয়ার পাহান ইউনিভার্সিটির পক্ষে প্রফেসর ড. কামাল জুহাইরি বিন জামলি উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তি অনুষ্ঠানে পাহান ইউনিভার্সিটির  ড. মোহাম্মাদ ফাদলি বিন জলকিপলি, এ্যাসিট্যাান্ট প্রফেসর আরাফাতুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার আরমান বিন আব্দুর রহিম এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর মোহাম্মাদ আব্দুল্লাহ ও প্রফেসর ড. মীর আকরামুজ্জামান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুল ইসলাম মিয়া, কলা অনুষদের ডিন প্রফেসর হেমায়েত হোসাইন খাঁন, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম আবু সাঈদ, সি এস ই এর হেড ও সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, এ্যাসিট্যাান্ট প্রফেসর আশিকুন্নবী ও পাবলিক রিলেশন্স এর উপ পরিচালক আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন । প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ