বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পাঁচবিবিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা চাষে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার পৌর এলাকার রাধাবাড়ী গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র এলাকার কৃষক মোঃ লোকমান হোসেন। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট খামারবাড়ীর উপ-পরিচালক শ্রী সুধেন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ী জয়পুরহাটের কৃষিবীদ মহাব্বত আলী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেলাল মেহেদী, জীবন কৃষ্ণ সরকার, আলমগীর হোসেন প্রমুখ।
অভিভাবক সমাবেশ
পাঁচবিবি বি.এম.আই কলেজে ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের আয়োজনে ছাত্র ও অভিভাবকদের নিয়ে কলেজ মিলনাতয়নে অভিভাবক সমাবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার রতœা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূরউদ্দিন আল ফারুক, মনোরঞ্জন দাস রাতন, বিপ্লব চৌধুরী। আরও বক্তব্য রাখেন শিক্ষক জাকির হোসেন, শাহিন আলম, আরিফুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ