বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

স্লোগানকে সামনে রেখে বি.আই.ইউ. কালচারাল ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কোরআন তিলাওয়াত, কবিতা পাঠ, নাটিকা, কৌতুক ও দেশাত্ববোধক গানের মধ্য দিয়ে উদ্যাপিত হল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে বক্তব্য ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের মাননিয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম. রফিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোঃ ইউসুফ, আইন অনুষদের ডীন প্রফেসর ড. এ.বি.এম. মাহবুবুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরশেদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যপক মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর ও তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। অতিথিগন বলেন, আমাদের এ দেশ ৯০% মুসলমানের দেশ। মুসলিম হিসেবে আমাদের নিজস্ব কালচার রয়েছে, সাংস্কৃতির নামে আজ সারা দেশে শুরু হয়েছে অপসংস্কৃতি চর্চা। আমাদের নিজস্ব কালচার রেখে ভিন দেশীয় সংস্কৃতি আমরা অনুসরন করছি। এতে করে আমরা নিজের পরিচয় হাড়িয়ে ফেলছি। বি.আই.ইউ- কালচারাল ক্লাবের এ প্রচেষ্টা কিছুটা হলেও সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অবদান রাখবে এবং শিক্ষার্থীরা এ সাংস্কৃতি নিজেদের বাস্তব জীবনে লালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ