বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

এক সপ্তাহের মধ্যে মতামত দেয়া যাবে খসড়া ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৭’ ওয়েবসাইটে

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে ‘দি টেকনিক্যাল এডুকেশন এ্যাক্ট ১৯৬৭’ হালনাগাদ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনক্রমে খসড়া ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৭’ প্রণয়ন করেছে। এ খসড়া আইনের কপি মতামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কাছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার সর্বসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে তা ওয়েবসাইটেও (www.moedu.gov.bd, www.bteb.gov.bd, www.techedu.gov.bd) প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ‘দি টেকনিক্যাল এডুকেশন এ্যাক্ট ১৯৬৭’-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
আগামী এক সপ্তাহের মধ্যে ঃসবফ.মড়া.নফ ই-মেইলে মতামত প্রদান করা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ