শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কলকাতায় আজ আবাহনী-মোহনবাগান মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচে আজ কোলকাতা মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় দুই দেশের দুই জায়ান্টের ফুটবলযুদ্ধ শুরু হবে। এই গ্রুপে দু‘দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। দুই দলই হার দিয়ে শুরু করেছে এএফসি কাপ। তাই এটি তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। গ্রুপের প্রথম ম্যাচে ১৪ মার্চ ঘরের মাঠে আবাহনী ২-০ গোলে হেরেছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে। একই দিন ব্যাঙ্গালুরু এফসির মাঠে মোহনবাগান হেরেছে ২-১ গোলে। ঘুরে দাঁড়ানোর জন্য এ রবীন্দ্র সরোবরের ম্যাচটা সমান গুরুত্বপূর্র্ণ দুই দলের জন্য। ঘরের মাঠ বলে মোহনবাগান একটু সুবিধাজনক অবস্থানে থাকবে। দর্শকের চিৎকারও থাকবে তাদের পক্ষে। আবাহনীকে জিততে হলে উজানেই বৈঠা চালাতে হবে। তবে দুই সপ্তাহ আগে মাজিয়া দেখিয়েছে খেলতে পারলে ভেন্যু কোনো সমস্যা নয়। গ্যালারীর সমর্থকরা যতই শক্তিশালী হোক-মাঠের লড়াইটা ১১ জন বনাম ১১ জনেরই। মোহনবাগানের বিপক্ষে পুরো শক্তির দল নিয়ে খেলতে পারছেনা ধানমন্ডির এই ক্লাবটি। চুক্তির জটিলতায় দলে নেই পাঁচ ফুটবলার (জুয়েল রানা, তপু বর্মন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, শাকিল আহমেদ ও আরিফুল ইসলাম)। নির্ভরযোগ্য ডিফেন্ডার সামাদ ইউসুফ আতিকুল ইসলাম ফাহাদ ও গোলরক্ষক জিকোকে পাচ্ছেনা আবাহনী।
দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু প্রতিপক্ষকে সমীহ করে জানালেন, ভারত থেকে পয়েন্ট নিয়ে ফেরার আশা। চাওয়া পূরণে আক্রমণভাগের খেলোয়াড় এমেকা ডারলিংটন ও জোনাথন ডেভিডের দিকে তাকিয়ে থাকার কথাও জানালেন সাবেক এই খেলোয়াড়। “প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচই আশা করছি। কারণ দু’দলের সামর্থ্য প্রায় সমান। আর দু’দলই এ ম্যাচ শুরু করবে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে। লড়াইয়ে টিকে থাকতে জয়ই হবে দুই দলের একমাত্র লক্ষ্য। ” এদিকে আবাহনীর জন্য অবশ্য ভালো খবর দিয়েছে কলকাতার পত্র-পত্রিকাগুলো। এ ম্যাচের ৫ দিন পর শিলিগুঁড়িতে আছে আই লিগের ডার্বি। মোহনবাগান এএফসি ম্যাচের চেয়ে নাকি বেশি গুরুত্ব দিচ্ছে ডার্বিকে। তাই আবাহনীর বিরুদ্ধে তাদের সেরা কয়েকজন খেলোয়াড়কে না রাখতে পারে।
যদি তাই হয় তাহলে লড়াইটা হতে পারে সমানে সমান। কারণ আবাহনী এখন আর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া সেই দল নেই। বলতে গেলে ভঙ্গুর দল নিয়েই তারা নামছে এএফসি কাপে। উল্লেখ্য ২১ ফুটবলার নিয়ে গত রোববার কলকাতায় গেছে আবাহনী। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ি ‘ই’ গ্রুপে মালদ্বীপের মাজিয়া ক্লাব তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে। বেঙ্গালুরু সমান ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। কম সংখ্যক গোল হজম করায় মোহন বাগান তৃতীয় ও ঢাকা আবাহনী লিমিটেড চতুর্থ অবস্থানে রয়েছে।
আবাহনী দল : শহিদুল আলম সোহেল, সুলতান আহমেদ শাকিল, তিতুমীর চৌধুরী টিটু, ওয়ালি ফয়সাল, সামাদ ইউসুফ, নাসির উদ্দিন চৌধুরী, মামুন মিয়া, রায়হান হাসান, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, ইয়ামিন মুন্না, ইমন বাবু, সোহেল রানা, প্রানতোষ, শাহেদুল আলম শাহেদ, ইমতিয়াজ সুলতান জিতু, আতিকুর রহমান ফাহাদ, জোনাথন, এমেকা ডার্লিংটন, রুবেল মিয়া ও নাবীব নেওয়াজ জীবন।

অনলাইন আপডেট

আর্কাইভ