ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

মাদক রাখার দায়ে কাবুলে মার্কিন দূতাবাসের ৬ কর্মী বরখাস্ত

অনলাইন ডেস্ক: কাবুলের মার্কিন দূতাবাসের ছয় কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মাদক ব্যবহার বা রাখার দায়ে এদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। দূতাবাসের এক কর্মকর্তা একথা জানান।

চলতি সপ্তাহের গোড়ার দিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, স্টাফরা দূতাবাস প্রাঙ্গণের বাইরে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান। এরপর এই ঘটনার তদন্তের পর মাদকের সঙ্গে জড়িত দূতাবাস কর্মকর্তাদের বরখাস্ত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা নিশ্চিত যে ওই ছয় জন মাদকের সঙ্গে জড়িত এবং তারা সকলেই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিল।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মী জড়িত ছিল না।’

ওই কর্মীরা কি ধরনের মাদক ব্যবহার করত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

গত ১৫ বছরে মার্কিন সরকার আফগানিস্তান থেকে মাদক নির্মূলের লড়াইয়ে কোটি কোটি মার্কিন ডলায় ব্যয় করেছে।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ