মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

নেশার টাকা না পাওয়ায় নাটোরে ছেলের হাতে মা খুন

নাটোর সংবাদদাতা: নেশার টাকা না দেওয়ায় নাটোরে মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন মা হাওয়া বেগম (৪৫)। এসময় হাওয়া বেগমকে উদ্ধার করতে গিয়ে গুরুতার জখম হয়েছে তার পিতা শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার তেলকুপিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাদকাসক্ত শিমুল হোসেন (২৩) কে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসীরা। হাওয়া বেগম তেলকুপিঘাট এলাকার মোন্তাজ আলীর স্ত্রী। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, গতরাতে নেশার জন্য মা হাওয়া বেগমের কাছে টাকা চায় মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন ছেলে শিমুল হোসেন। সে সময় মা হাওয়া বেগম আজ সোমবার সকালে টাকা দিবে বলে ছেলেকে শান্ত করে। কিন্তু সকালে মা হাওয়া বেগম রান্না ঘরে রান্না করছিল। এ সময় শিমুল রান্না ঘরে ঢুকে বোটি দিয়ে তার মাকে জবাই করে হত্যা করে। এসময় বাড়িতে থাকা শিমুলের নানা শুকুর আলী মেয়ে হাওয়া বেগমকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করে শিমুল। পরে স্থানীয়রা ছুটে এসে শিমুল কে আটক করে। আর গুরুতর জখম অবস্থায় শুকুর আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, কিছু দিন আগে মাদকাসক্ত শিমুল হোসেনকে মাদক মামলায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। ছয় মাস জেল হাজতে থাকার পর জামিনে বেরিয়ে আসে সে। মাদক সেবন করতে করতে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। নেশার টাকা না পাওয়ার জন্যই তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ