শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

মসুলে মার্কিন জোটের হামলার পর বিস্ফোরণে শতাধিক বেসামরিক লোক নিহত

২৪ মার্চ, পার্স টুডে : ইরাকের মসুল নগরীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নীচে চাপা পড়ে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গত বৃহস্পতিবার বলেছে, মসুলের রাহ্মা হাসপাতালের কাছাকাছি জাদিদা অঞ্চল থেকে এখনো ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করছে ত্রাণকর্মীরা। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ওই এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছিল।
ইরাকি সূত্রগুলো ২৩০ জনের বেশি মারা গেছে বলে জানিয়েছে। কিন্তু এ পর্যন্ত ধ্বংস্তুপ থেকে ১৩০ লাশ উদ্ধার করা হয়েছে। অবশ্য, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায় নি। কিন্তু স্থানীয় অধিবাসীরা বলছেন, মার্কিন জোটের বিমান হামলার পর বিস্ফোরকপূর্ণ একটি ট্রাকের বিস্ফোরণ ঘটানো হয়। ফলে ঘন বসতিপূর্ণ এলাকার কয়েকটি ভবন ধসে যায়। স্থানীয় আইনপ্রণেতা ফারিস আস-সানজারি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট বিস্ফোরক ভর্তি ট্রাক লক্ষ্য করে হামলা করেছিল। অবশ্য মার্কিন নেতৃত্বাধীন জোট এখনো ওই এলাকায় হামলার বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ দেয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ