শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হাটহাজারীতে চাঁদাবাজির টাকাসহ ৩ জন পাহাড়ী সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকা হতে চাঁদাবাজির ১১ লক্ষ ১০ হাজার ৪৫০ টাকাসহ ৩ জন পাহাড়ী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কয়েকজন পাহাড়ী সন্ত্রাসী পাহাড়ী এলাকায় খুন, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটকিয়ে রেখে মুক্তিপণ আদায় ইত্যাদি অপরাধ কর্মের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বিশাল অঙ্কের টাকা নিয়ে মাইক্রোবাসযোগে যাত্রীবেশে বান্দরবান হতে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। এ সংবাদের ভিত্তিতে গত ১৮ মার্চ দুপুরে র‌্যাব-৭ এর একটি   আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ডস্থ নিউ শাহজাহান হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করা শুরু করে। গাড়ি তল্লাশীকালে আনুমানিক বিকালে চট্টগ্রামের দিকে আসা একটি কালো রংয়ের মাইক্রোবাসকে থামানোর জন্য সংকেত দিলে মাইক্রোবাসটি চেকপোস্টের নিকট এসে থামে এবং সাথে সাথে ৩ জন লোক গাড়ির ভিতর হতে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধন বিকাশ চাকমা (৬০), পিতা- মৃত বীরেন্দ্র চাকমা, গ্রাম-পানখাইয়া পাড়া সড়ক, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি, প্রেম রঞ্জন চাকমা (৩২), পিতা- সুন্দর মনি চাকমা, গ্রাম- পূনর্বাসন চাকমা পাড়া (টংকাবতী), থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান, রুবেল বাবু তঞ্চঙ্গ্যাঁ (১৯), পিতা- রাজ্য মোগহন তঞ্চঙ্গ্যাঁ, গ্রাম- বিলাইছড়ি (দিঘলছড়ি), থানা- বিলাইছড়ি, জেলা- রাঙ্গামাটি’কে গ্রোফতার করে। পরবর্তীতে আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট এগারো লক্ষ দশ হাজার চারশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে জেএসএস (জনসংহতি সমিতি) এর কর্মী বলে জানায়। তারা পাহাড়ী এলাকার মানুষদের সংগঠনের নামে মৃত্যু ও নানারকম ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে উক্ত টাকা সংগ্রহ করে অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে অথবা টাকা পাচারের জন্য উদ্ধারকৃত টাকাগুলি বহন করে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত টকা সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ