শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সরিষাবাড়ীতে বাল্যবিবাহ বন্ধে ক্যাম্পেইন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা:  জামালপুরের সরিষাবাড়ী ব্য্রাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচীর উদ্দ্যেগে পাচ শতাধিক শিক্ষার্থী প্রধান সড়কে র‌্যালী শেষে বাল্য বিবাহ বন্ধে ক্যাম্পেইন বৃহস্পতিবার বাউসী বাঙ্গালী স্কুল এ্যন্ড কলেজ অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালী শেষে বাউসী বাঙ্গালী স্কুল এ্যন্ড কলেজ মাঠে ক্যাম্পেইনে “শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারন বাল্য বিয়ে” শীর্ষক বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে ব্য্রাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচী জামালপুরের এলাকা ব্যাবস্থাপক হাফিজা খাতুন স্বাগত বক্তব্যে বাউসী বাঙ্গালী স্কুল এ্যন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রধান অতিথী হিসেবে বির্তক প্রতিযোগীতার বিজয়ী পক্ষ দল সীমা,রুমা,মেহেদীকে পুরস্কার প্রদান করেন।এ সময় কাইন্সিলর রেনু আক্তার,ব্য্রাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচী সরিষাবাড়ী শাখার কর্মসূচী সংগঠক শিরিনা আক্তার,সোহেল রানা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ বক্তা হিসেবে-রুমা নির্বাচিত হয়। পরে বাল্য বিয়ে বন্ধে সচেতনতামূলক নাটক “মুক্তি” ও সাংস্কৃতিক এবং কুইজ প্রতিযোগীতা কিশোর কিশোরী ক্লাব ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ