বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

পলাশে ব্রডব্যান্ডের লাইন দিতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের আগুনে পুড়ে গুরুতর আহত দুই

পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলায়  ব্রডব্যান্ড ইন্টারন্টে লাইন সংযোগ দিতে গিয়ে ১ লাখ ৩২ হাজার হাই ভোল্টেজের বিদ্যুতের আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে উত্তম দাস ও ফাহিম নামে দুই ইন্টারনেট সংযোগকারী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ওয়াপদা নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডেকেল হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে আহত উত্তমের শরীরের ৯০ ভাগ ও ফাহিমের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার সময় উত্তম ও ফাহিম ওয়াপদার নতুনবার এলাকার একটি ভবনের ছাদে ব্রডব্যান্ড ইন্টারন্টে সংযোগকালীন সময় লাইনের ক্যাবল অন্য একটি ভবনের ছাদে ঢিল দিয়ে ছুড়ে ফেলতে গিয়ে পাশে থাকা বিদ্যুৎ কেন্দ্রের হাই ভোল্টেজের তারে পড়লে সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে তাদের শরীরে আগুন লেগে যায়। আশেপাশের লোকজন ঘটনাস্থান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করেন। এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থান পরিদর্শন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ও সহকারী কমিশনার ( ভূমি) অমিত দেবনাথ। সর্বশেষ তথ্য মতে আহত উত্তমকে আইসিও তে ও ফাহিমকে বার্ণ ইউনিটের জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে বলে জানা যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ