বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

টেস্ট দল থেকে ছেড়ে দেয়া হলো মরিসকে

অফ স্পিনার ডেন পিয়েডেটকে দলভুক্ত করার কারণে দক্ষিণ আফ্রিকান টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয়েছে পেস বোলিং অল-রাউন্ডার ক্রিস মরিসকে। আশা করা হচ্ছে হ্যামিল্টনে তৃতীয় টেস্টের আগে পিয়েডেট দলে যোগ দিবেন। এ কারনেই দলীয় ব্যবস্থাপনা মরিসকে দেশে ফেরত পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বছর বয়সী মরিসের টেস্ট অভিষেক হয়েছিল। কিন্তু ওয়েইন পারনেল ও ডুয়ানে অলিভার ব্যাক-আপ পেসার হিসেবে দলে থাকায় মরিসের প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে তিন পেসার কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ভারনন ফিলানডারের ওপরই মূল একাদশে আস্থা রেখেছে প্রোটিয়া নির্বাচকরা। দুই স্পিনার নিয়ে যদি হ্যামিল্টনে খেলার সিদ্ধান্ত হয় তবে তিন পেসারের একজন ও অথবা একজন ব্যাটসম্যানকে পিয়েডেটের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তৃতীয় টেস্টটি আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ