শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে পড়লেন বোল্ট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। প্রথম টেস্টে বোল্ট পায়ের ইনজুরিতে পড়েন। যার ফলে চতুর্থ দিনে আর বল করতে পারেননি। বোল্টের ইনজুরির সুবাদে মূল একাদশে জায়গা করে নিয়েছেন টিম সাউদি। গত মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ছিলেন না বোল্ট। প্রথম টেস্টের শেষ দিনটি যেহেতু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল সে কারনে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বোল্ট। এ সম্পর্কে পেসার টিম সাউদি বলেছেন, পাঁচটি ওয়ানডেতে তার ওপর দারুণ চাপ পড়েছে। এমনকি ডানেডিন টেস্টে সে অনেক বোলিং করেছে। ট্রেন্ট আমাদের দলের অন্যতম ফিট ক্রিকেটার। নিজেকে ফিট রাখাতে যা করা প্রয়োজন সে সবসময়ই তা করে থাকে। সে কারণেই তাকে না পাওয়াটা দুর্ভাগ্যের। ট্রেন্টের পরিবর্তে আমার ও রোসোকোর পরিবর্তে নেইল ব্রুমের খেলা নিশ্চিত করা হয়েছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ