বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পরিকল্পনা গ্রহণ করতে হবে -মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তি-হাজীগঞ্জে কোন ঘর বিদ্যুৎ ছাড়া থাকবে না। বিদ্যুতের জন্য লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে সংযোগ নেয়ার জন্য আপনাদের খোঁজ করবে। আপনাদের আর বিদ্যুতের জন্য কারো নিকট যেতে হবে না। বিগত আমলের সরকারগুলো গতানুগতিকভাবে সরকার পরিচালনা করেছে। কিন্তু জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতানুগতিক সরকার পরিচালনা করেন না। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। দেশের উন্নয়ন এখন নির্দিষ্ট পরিকল্পনায় এগুচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ২০২১ ও ৪১ সালের যে ভিশন দিয়েছেন, তা তাঁর নেতৃত্বেই বাস্তবায়ন হচ্ছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এখন আমাদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। মন-মানসিকতা পরিবর্তন না হলে রাজনৈতিক উন্নয়ন হবে না। আর রাজনৈতিক উন্নয়ন না হলে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তিনি আরো বলেন, আধুনিক টেকনোলজি না জানলে লেখাপড়া, ব্যবসা বাণিজ্য করা যাবে না।শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত-থাইল্যান্ড শিক্ষার উপর অনেক গুরত্ব দিচ্ছে। গতকাল সোমবার সকাল ৯টায় সূয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম কিবারিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর  সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুকবুল আহমেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহাব উদ্দিন আলম,পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মফিজুর রহমান, মেহার উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মেহের উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল কবির দুলাল, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, যুগ্ম আহবায়ক প্রভাংশু বিমল দাস সুমন, বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী জিয়াউল হক  প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন ওমর, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ জহিরুল হক। এ সময় উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবক,  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ