শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পায়ের চোটে স্টার্কের ভারত সফর শেষ

বেঙ্গালুরু টেস্টে এগিয়ে থেকেও হারের ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই অস্ট্রেলিয়া পেলো আরেকটি বড় ধাক্কা। ডান পায়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় সিরিজ শেষ মিচেল স্টার্কের। ভারত থেকে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার সেরা পেসার। বেঙ্গালুরু টেস্টের সময়ই পায়ে ব্যথা অনুভব করেন স্টার্ক। ম্যাচের পরও ব্যথা না যাওয়ায় গতকাল শুক্রবার সকালে স্ক্যান করানো হয়। তাতেই ধরা পড়ে পায়ে স্ট্রেস ফ্র্যাকচার। অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলি জানিয়েছেন, শিগগিগির দেশে ফিরে পুনর্বাসন শুরু করবেন বাঁহাতি ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার আশা বড় চোট পেল স্টার্কের চোটে। ভারতের মাটিতে স্পিনিং ট্র্যাকে খেলা হলেও দলের জন্য স্টার্ক ছিলেন মহাগুরুত্বপূর্ণ। প্রথম দুই টেস্টেই দারুণ বোলিং করেছেন। প্রথম টেস্টে ব্যাট হাতেও বড় অবদান রেখেছেন দলের জয়ে। বেঙ্গালুরু টেস্টের পর সিজিজ থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার স্টার্ক। কাঁধের চোটে এর আগে সফর শেষ হয়েছে মিচেল মার্শের। মার্শের পরিবর্তে আরেক পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে পাঠাচ্ছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। স্টার্কের পরিবর্তে কারও নাম এখনও জানানো হয়নি। তবে পরের টেস্টের একাদশে সম্ভবত জায়গা পাবেন জ্যাকসন বার্ড। রাঁচিতে আগামী মঙ্গলবার শুরু হবে তৃতীয় টেস্ট। -ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ