ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছাবিরুল আলম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার শিমুলিয়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু (৩০) আন্তজেলা ডাকাতদলের চিহ্নিত সদস্য বলে তিনি দাবী করেন।

ওসি ছাবিরুল বলেন, রাত ২টার দিকে শিমুলিয়া ব্রিজের কাছে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে গেলে ডাকাতদল গুলি ছোড়ে।

“পুলিশ পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধের একপর্যায়ে মিন্টু আহত হন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ মিন্টুকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, তিনটি গুলি, একটি গাছ কাটার করাত ও তিনটি রামদা উদ্ধার করেছে বলে জানান ওসি ছাবিরুল।

তিনি বলেন, “নিহতকে শনাক্ত করার পর জানা যায়, তার নাম মিন্টু। বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।

“মিন্টু আন্তজেলা ডাকাতদলের চিহ্নিত সদস্য।”

বন্দুকযুদ্ধে এএসআই নিহার রঞ্জনসহ তিন পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি ছাবিরুল।

অনলাইন আপডেট

আর্কাইভ