শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কেশবপুরে ভিক্ষুকমুক্তকরণ ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুরে ভিক্ষুকমুক্তকরণ ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও কেশবপুরের সংসদ ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১শ’ জন ভিক্ষুকের হাতে পুনর্বাসন সরঞ্জাম হিসেবে গরু, ছাগল, হাঁস, মুরগি, মুরগির কোঠাসহ নানাবিধ আসবাবপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন। অন্যদের মধ্যে চেয়ারম্যান আবুবকর আবু বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়নের ৭৮০ জন কৃষকের মাঝে আউশের প্রণোদনার সার বীজ ও ১০০ জন ভিক্ষুকের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তেব্য বলেন, সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার উদ্যোগ নিয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে যশোরকে ভিক্ষুকমুক্ত করা হŸে। এ লক্ষ্যে তিনি কেশবপুরের প্রতিটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার জন্য সকল পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় মন্ত্রী তার বেতন থেকে ৫০ হাজার টাকা জেলা প্রশাসকের পুনর্বাসন তহবিলে দান করার ঘোষণা দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ