মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

নীলফামারী র‌্যাবের হাতে দেশীয় রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নীলফামারী সংবাদদাতা: দেশীয় রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। আটককৃত রবিউল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে বলে জানান র‌্যাব-১৩ এর অধীনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর খুরশীদ আনোয়ার। মেজর খুরশীদ আনোয়ার বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ পেয়ে নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহিনুর কবিরসহ র‌্যাব সদস্যরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান বাজার থেকে তাকে আটক করা হয়। রবিউল র্দীঘ দিন থেকে চোরই পথে অবৈধ অস্ত্র নিয়ে এসে লালমনির হাটসহ আশেপাশের জেলায় অস্ত্রের ব্যবসা করে আসছিল। আটককৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর হাতিবান্ধা থানায় প্রেরণ করা হয়েছে।
ব্যবসায়ীকে ছুরিকাঘাত
নীলফামারী জেলা শহরের ডালপট্টি এলাকায় জাকির হোসেন (৪৬) নামের এক পান ব্যাবসায়ী ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন। তার পেট ও শরীরের বেশ কয়েক স্থানে এলোপাথারী ছুরিকাঘাত করা হয়। জানা যায়, শহরের মিশন হাড়োয়া এলাকার কালা মিয়ার ছেলে ডালপট্টি এলাকার পান ব্যবসায়ী জাকির হোসেনকে গত সোমবার গভীর রাতে ডালপট্টি এলাকার মিলনপট্টি মোড়ে অজ্ঞাত কয়েকজন আটক করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় সদর হাসাপালে ভর্তি করে দেয়। এখানে চিকিৎিসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নীলফামারী সদর থানার এসআই হারিছ জানান, ঘটনাটির তদন্ত চলছে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, পূর্বের কোন ঘটনাকে কেন্দ্র করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।

অনলাইন আপডেট

আর্কাইভ