ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

জয়পুরহাটে ৩৪৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ

অনলাইন ডেস্ক: জেলার পাঁচ উপজেলায় চলতি ২০১৬-১৭ মৌসুমে ৩৪৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। এবারও ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিএডিসির পক্ষ থেকে উন্নতমানের বীজ সরবরাহ করা হয়েছে কৃষক পর্যায়ে। ভুট্টা চাষে তুলনামূলক শ্রমিক ও পরিচর্যা খরচ কম হওয়ার কারনে এতে লাভ হয় বেশি। জামালগঞ্জ এলাকার কৃষক জাহান আলী এবার ২ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান বলেন, জেলায় এবার ৩৪৫ হেক্টর জমিতে ভূট্টার চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় ১শ’ হেক্টর করে এবং আক্কেলপুরে ৮৫ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৪০ ও কালাই উপজেলায় ২০ হেক্টর । জেলায় এবার ভুট্টার উৎপাদন হবে ২ হাজার ৪৬০ মেট্রিক টন এবং আবহাওয়া ভাল থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ