শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাক-ইরান সামরিক সম্পর্ক আঞ্চলিক শান্তি রক্ষা করবে -জেনারেল বাজওয়া

৫ মার্চ, পার্সটুডে : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্তের সঙ্গে গত শনিবার এক বৈঠকে জেনারেল বাজওয়া এ মন্তব্য করেন।
জেনারেল বাজওয়া বলেন, পাক-ইরান সামরিক পর্যায়ে সম্পর্ক জোরদার করা হলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে জেনারেল বাজওয়া এবং রাষ্ট্রদূত হোনারদুস্ত আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা করেন। পাক সেনাপ্রধান সুস্পষ্ট করে বলেন, ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে পাকিস্তান খুবই গুরুত্ব দেয় যা কোনোকিছুর বিনিময়ে নষ্ট হতে দেয়া হবে না। পাকিস্তানের এই দৃঢ়তাকে ইরানি রাষ্ট্রদূত স্বাগত জানান এবং দেশের ভেতরে চলমান সামরিক অভিযান রাদুল ফাসাদের প্রতি সমর্থন দেন। তিনি বলেন, পাকিস্তানি সামরিক বাহিনী আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে।

অনলাইন আপডেট

আর্কাইভ