বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রাঙ্গাবালীতে বিএনপির পথসভায় আ’লীগের হামলা॥ আহত অর্ধশত

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) থেকে সংবাদদাতা : পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির নির্বাচনী পথসভায় হামলা চালিয়েছে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ। এসময় সংঘর্ষে বিএনপির প্রায় ৫০ জন নেতা কর্মী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মৌডুবি বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকনের সমর্থনে মৌডুবি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় মৌডুবি বাজারে পথসভার আহবান করা হয়। বেলা সাড়ে ৪ টা থেকে বিএনপির পথসভা উপলে নেতাকর্মীরা মাঠে সমবেত হতে থাকে। পথসভা শুরু হতে না হতেই মৌডুবি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম মৃধার নেতৃত্বে পৃথক দুইটি মিছিল দুই দিক থেকে বিএনপির পথসভায় হামলা চালায়। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। চলে ধাওয়া পল্টা ধাওয়া। এসময় উপজেলা বিএনপি সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাওলাদার, সিনিয়র-সহ সভাপতি হাসনাইন রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুনিম, বাবু (৩২) স¤্রাট (২৪) পলাশ (২৮) লিটন দাশ (৩২) হেলাল (৩৫) সুমন (২৫) মলিন (২৩) টিপু (২৫) আরেস মুন্সি (৩৫) আরিফ মুন্সি (২৮) সজিব মল্লিক (২৮) সহ ৫০ জন নেতা কর্মী আহত হয়। নৌকা নির্ভর এলাকা হওয়ায় আহতদের এখনো হাসপাতালে নেয়া সম্ভাব হয়নি। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে রাঙ্গাবালী উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্র্জ (ওসি) শামসুল আরেফিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ