শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ন্যাম হত্যায় আটক উত্তর কোরীয়কে ফেরত পাঠাবে মালয়েশিয়া

৩ মার্চ, রয়টার্স : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং ন্যাম খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক উত্তর কোরীয়কে মুক্তি দিয়ে গতকাল শুক্রবার তাকে দেশে ফেরত পাঠানোর কথা মালয়েশিয়ার।
মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপন্দি আলি বলেছেন, “রি জং চোল কে মুক্তি দেওয়া হবে। তাকে অভিযুক্ত করার পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।” তাছাড়া, রি জং চোলের ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রের বৈধতা না থাকায় তাকে উত্তর কোরিয়ায় ফেরতও পাঠানো হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা।
জং চোল মালয়েশিয়ায় তিনবছর ধরে বাস করে আসছেন। গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-ন্যাম খুন হওয়ার পর ১৭ ফেব্রুয়ারিতে সময়সীমা পার হয়ে যাওয়া ওয়ার্ক পারমিট নিয়ে ধরা পড়েন চোল। খুনের ঘটনায় তার কি ভূমিকা ছিল তা ষ্পষ্ট নয়। ন্যামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজন উত্তর কোরীয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়া। এদের মধ্যে কয়েকজন ভিসা-মুক্ত প্রবেশের সুযোগে মালয়েশিয়ায় এসে ন্যাম হত্যার পর দেশটি ছেড়ে পালিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ