শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সৌদি আরব ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদার -প্রেসিডেন্ট জোকো উইডুডু

১ মার্চ, আল আরাবিয়া : সৌদি আরবকে কৌশলগত অংশীদার বলে আখ্যায়িত করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডুডু। গতকাল বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আল আজিজ এক মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় আসার কথা রয়েছে। সেখানে সৌদি বাদশাহ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডুডুর সঙ্গে বৈঠক করবেন।

তাদের মধ্যকার বৈঠক নিয়ে আলোচনা করতে আল আরাবিয়া সংবাদ মাধ্যমের জিএম টুর্কি আলদাকহিল প্রেসিডেন্ট উইডুডুর সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে উইডুডু ইন্দোনেশিয়া ও সৌদি আরবের মধ্যকার অনেক বিষয় নিয়েই কথা বলেন। সৌদি-ইন্দোনেশিয়ার মধ্যে সুসম্পর্ক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বাদশাহ সালমানের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে অলদাকহিলকে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এছাড়াও সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে দুই দেশ যৌথভাবে কাজ করার চুক্তি করার বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। উইডুডু আরো জানান, বাদশাহ সালমান মালয়েশিয়ার সঙ্গে ইন্দোনেশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠদের মধ্যেকার সম্পর্ক গভীর করে তুলতে এই সফরে আসছেন। ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক ‘ইসলাম নুসানতারা’ নিয়ে আলোচনা করবেন বলে আল আরাবিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডুডু।

অনলাইন আপডেট

আর্কাইভ