ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

পিএসএল এর প্লে অফ ম্যাচে ডিএরএস ব্যবহৃত হবে

অনলাইন ডেস্ক: ডিসিশন রিভিউ পদ্ধতি পাকিস্তান সুপার লীগের প্লে অপ ম্যাচগুলোতে ব্যবহৃত হবে বলে ঘোষণা দিয়েছেন পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠী। 

এর ফলে তিনটি প্লে অফ ম্যাচে এই টেকনোলোজি ব্যবহৃত হবে। তবে লাহোরে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনালে এটি ব্যবহৃত হবে না বলেই নিশ্চিত করা হয়েছে। এই টেকনোলজির উদ্যোক্তা হক আই টেকনোলোজি পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। আগামী ৫ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টেই সম্প্রচার প্রতিষ্ঠানের মাধ্যমে হক আই টেকনোলোজি তাদের প্রযুক্তি ব্যবহার করেছে। 

ডিআরএস টেকনোলোজি ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডেতে ব্যবহৃত হলেও টি২০ ক্রিকেটে বেশ কয়েকটি কারনে এখনো ব্যবহৃত হয়নি। যদিও ফেব্রুয়ারি মাসের শুরুতে আইসিসি প্রধান নির্বাহী কমিটি ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য নারী টি২০ বিশ^কাপে এই ধরনের প্রযুক্তি ব্যবহারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। -বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ