শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বৃক্ষরাজী প্রাণিকূল ও পরিবেশের পরম বন্ধু

 

চট্টগ্রাম অফিস: উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো গত ২৬ ফেব্রুয়ারি   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে “বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড-২০১৭” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অলিম্পিয়াড উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চ.বি. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড ২০১৭ এর সভাপতি ড. এম.এ. গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি পিপলস ইউনিভারসিটি অব বাংলাদেশ, ঢাকা-এর ভিসি প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর ভিসি প্রফেসর ড. নুরল আনোয়ার, চ.বি. জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা-এর মহাপরিচালক জনাব স্বপন কুমার রায়, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সহ সভাপতি ও চ.বি. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. আতিকুর রহমান, উক্ত সোসাইটির মহাসচিব প্রফেসর ড. শেখ শামীমুল আলম এবং এ অলিম্পিয়াড আয়োজক কমিটির সম্পাদক ও চ.বি. রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা। চবি ভিসি  বলেন,   আধুনিক সভ্যতা বিনির্মাণে এবং মানবকূলের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-সংস্কৃতি এবং স্বাস্থ্য সেবায় বৃক্ষরাজীর অবদান অনস্বীকার্য। তাই জ্ঞান-বিজ্ঞানকে সমৃদ্ধ করতে তথা মানবকূলের সুযোগ-সুবিধা বাড়াতে এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং এর প্রয়োগ, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। পরিবেশ সুরক্ষায় জীববৈচিত্র্য তথা বৃক্ষরাজীর ভূমিকা সম্পর্কে সচেতনতা অর্জন, সাধারণ জনগণকে অবহিতকরণ, দেশের সাধারণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি, নির্বিচারে বৃক্ষ নিধন এবং পরিবেশ দূষণ প্রতিরোধে টেকসই কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে আমাদের তরুণ শিক্ষার্থীদের সচেতন করতে এবং মুক্তচিন্তা ও সৃজনশীল কর্মকান্ডে এ অলিম্পিয়াড আয়োজন পুঁথিগত বিদ্যার সীমিত গন্ডি ছাড়িয়ে মানবকল্যাণে বহুদূর বি¯তৃত করবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ভিসি  ‘বৃক্ষরাজী প্রাণিকূল ও পরিবেশের পরম বন্ধু’ এ অনিবার্য সত্যকে ধারণ করে দেশের প্রতিটি মানুষকে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষের প্রতি সর্বাত্মক যতœবান হবার আহবান জানান। পূর্বাহ্নে মাননীয় ভিসি অতিথিবৃন্দকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জ্ঞানের প্রদীপ মশাল প্রজ্বলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এ অলিম্পিয়াড উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রথিতযশা উদ্ভিদ বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এছাড়া ৮০টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের ১৪০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকের কর্মসূচিতে ছিল-বর্ণাঢ্য র‌্যালি, অলিম্পিয়াড প্রতিযোগিতা (পরীক্ষা), মুক্ত আলোচনা তথা প্রশ্নোত্তর পর্ব, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন চ.বি. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আঞ্জুমান আরা ও শাহরিয়ার শাকিল। অনুষ্ঠানে চ.বি. বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, জীব বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ