বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

যশোরে ৬ জনের যাবজ্জীবন

যশোর সংবাদদাতা : যশোরের মণিরামপুর উপজেলার কুমারঘাটা গ্রামের খেজের আলী তরফদার হত্যা মামলায় সর্বহারা পার্টির ছয় সদস্যকে যাবজ্জীবন কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। গত সোমবার এক রায়ে স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেনÑ যশোরের কেশবপুর উপজেলার কাকবাঁধাল গ্রামের আমজাদ আলীর ছেলে হায়দার আলী, ময়নাপুর গ্রামের ডাক্তার তুষার ম-ল, আডুয়া গ্রামের হিরামন মালী, সুকৃতি ম-ল, খুলনার ডুমুরিয়া থানার প্রীতিশ ম-ল, বরাতিয়া গ্রামের প্রশান্ত। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি এস এম বদরুজ্জামান পলাশ।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ১৩ জুলাই রাতে খেজের আলীকে আসামিরা রাস্তার ওপর কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মাসুদ রেজা বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৭ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ